রাহাত জয় জামালপুর মেমান্দহ থেকেঃ মেলান্দহ উপজেলায় সোমা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী বিষপান করে আত্নহত্যা করার ঘটনা ঘটেছে। মেলান্দহ উপজেলার বুরুঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। বিষপানে নিহত স্কুলছাত্রী সোমা আক্তার, বরুঙ্গা গ্রামের জুলফিকার আলীর মেয়ে। সোমা আক্তার মেলান্দহ রাবেয়া ইসলাম আদর্শ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
রোববার বেলা সাড়ে ১১ টায় পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ূ যায়। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার রাত ৭ টার দিকে বিষ পান করে সোমা আক্তার। অতঃপর অজ্ঞান অবস্থায় সোমাকে জামালপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের মা রোজিনা (৪০) বলেন, “আমার মেয়ে ফুলের মতো, এ ঘটনা কখনো ঘটাতে পারে না, কালু কাউন্সিলের ছেলে ইয়াছিন এর সাথে প্রেমের সম্পর্ক ছিল, আমরা আগে জানতাম না, ঈদের কয়েকদিন আগে আমার মেয়ে সোমা ইয়াছিনের সাথে সারাদিন একসঙ্গে ছিল, সেইসময় আমার মেয়ের সাথে ইয়াছিন অনৈতিক কার্যকলাপ করে, তারপার থেকেই আমার মেয়ে ইয়াছিনের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য আমাদেরকে বলে, বিয়ের জন্য ইয়াছিন ও তার পরিবারের সাথে কথা বললে তারা রাজি হয়না। ওরা আমার মেয়ের সাথে প্রতারণা করেছে । এই কারণে ইজ্জতের জন্য বিষপানের পথ বেছে নিছে আমার মেয়ে। আমি আমার মেয়ের মৃত্যুর বিচার চাই “।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি এবং এ বিষয়ে একটি মামলার প্রক্রিয়া চলছে৷