প্রিয় বাবার জানাজায় শিশু মুত্তাসিন!

আরো পরিবেশ বরিশাল সারাদেশ
শেয়ার করুন...

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি
শনিবার (৬ ডিসেম্বর) বাদ আসর বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে সাবেক ছাত্রনেতা মোঃ শফিকুল ইসলাম বাবুর জানাজা অনুষ্ঠিত হয়। এতে সবার সঙ্গে তার ৫ বছর বয়সী ছেলে মুত্তাসিন অংশগ্রহণ করে। জানাজার প্রাক্কালে বাবার লাশের সামনে মসজিদের ইমাম ও দুই চাচার পাশে দাঁড়ানো অবুঝ শিশু মুত্তাসিন উপস্থিত সবার দিকে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছিল। সবার মাঝে হয়তো সে তার প্রিয় বাবার মুখটি খুঁজে ফিরছিল। অথচ তার সামনেই সাদা কাপনে জড়ানো নিথর দেহে খাটিয়ায় চিরঘুমে তার বাবা ! বাবাকে যে চিরতরে সে হারিয়ে ফেলেছে এতটুকু বুঝার বয়স মুত্তাসিনের হয়নি। প্রিয় বাবা তাকে আর কোনদিন পরম ভালোবাসায় আদর করে বুকে জড়িয়ে ধরবেন না,কোলে তুলে নিবেন না, খেলনা কিংবা চকলেট-চিপসের আবদার পূরণ করবেন না !
বাবার শেষ বিদায়ের জানাজায় শিশু মুত্তাসিনের অংশগ্রহণ জানাজায় অংশ নেওয়া সবাইকে স্তব্ধ ও অশ্রুসিক্ত করেছে। বাবার কাঁধে সন্তানের লাশ যেমন ভারি,ঠিক তেমনি অবুঝ শিশুর সামনে বাবার চলে যাওয়াও নিদারুন বেদনার।
প্রসঙ্গত, শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৬টা ৫০ মিনিটের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে কিডনিরোগে চিকিৎসাধীন অবস্থায় মোঃ শফিকুল ইসলাম বাবু ইন্তেকাল করেন। (ইন্না…রাজিউন)। এদিন বাদ আসর বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে জানাজা শেষে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *