প্রধান উপদেষ্টার দেওয়া ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন বগুড়া শেরপুরের জয়িতা রেশমা

আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার সন্তান ও শ্রেষ্ঠ জয়িতা সুরাইয়া ফারহানা রেশমা এবার “ইয়্যুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড” অর্জন করেছেন। গত সোমবার ১৫ সেপ্টেম্বর রাজধানীর প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত “ইয়্যুথ ভলেন্টিয়ার অ্যাওয়াড ২০২৫ অনুষ্ঠানে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনুস রেশমার হাতে এ সম্মাননা তুলে দেন। স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলো রেশমার এই অর্জনকে এলাকাবাসীর জন্য গর্বের বলে মন্তব্য করেছেন।
এর আগে সমাজসেবা ও নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য রেশমা একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেন। ২০২১ সালে তিনি শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার, ২০২২ সালে জাতীয় যুব পুরস্কার, ২০২৩ সালে চ্যানেল আই পুরস্কার এবং ২০২৪ সালে ডেইলি স্টার পুরস্কার লাভ করেন।
সমাজ উন্নয়নে নিবেদিতপ্রাণ তরুণদের স্বীকৃতি হিসেবেই এই ইয়ুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। রেশমা এই পুরস্কার পাওয়ায় শেরপুর তথা বগুড়ায় আনন্দের বন্যা বইছে।
এ বিষয়ে সুরাইয়া ফারহানা রেশমা বলেন, দেশের কৃষিখাত কে আমি আরো এগিয়ে নিতে ও দেশের উন্নয়নে অবদান রাখতে চাই। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের কল্যাণে আজীবন কাজ করে যেতে চাই। এ পুরস্কার আমি আমার উপজেলা ও জেলার সকল কে উৎসর্গ করছি। সেই সাথে তাদের ধন্যবাদ জানাই যারা আমার কাজে সার্বিক সহযোগিতা করেছেন ও সাহস জুগিয়েছেন। এ স্বীকৃতি আমাকে আরও অনুপ্রাণিত করবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *