প্রধানমন্ত্রী ৪র্থ পর্যায়ের জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন উপলক্ষে লাকসাম উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

অর্থনীতি আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধঃ
‘দেশের একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবেনা’ মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে লাকসাম উপজেলা প্রশাসন।

আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের মাধ্যমে ভূমিহীন গৃহহীন পরিবারের মাঝে লাকসাম উপজেলা তৃতীয় পর্যায়ের অবশিষ্ট ৩৪ টি ও চতুর্থ পর্যায়ের ৩৯ টি ঘর সহ মোট ৭৩টি ঘর জমিন হস্তান্তর করা হবে৷ এই হস্তান্তর এর মধ্য দিয়ে ঘোষনা কৃত লাকসাম উপজেলায় শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন৷

আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬৪ জেলায় এক যুগে চতুর্থ পর্যায়ে ঘর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন৷

এই উপলক্ষে গতকাল লাকসাম উপজেলা মিলনায়তনে স্থানীয় উপজেলা প্রশাসন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন৷

মত বিনিময় কালে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানুল ইসলাম৷ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন৷ এই সময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলার বিভিন্ন পর্যায়ে সাংবাদিকবৃন্দ৷


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.