প্রধানমন্ত্রী কতৃক দেশের শতসেতুর মধ্যে রামগড়েও ৩টি উদ্বোধন

আরো চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

মোশারফ হোসেন, রামগড় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ১০০ টি সেতুর সাথে রামগড়ের তিনটি সহ খাগড়াছড়ি জেলার ৪২ টি সেতু উদ্বোধন করেছেন।
৭ই নভেম্বর সকাল ১১টার দিকে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ১০০টি সেতুর সঙ্গে রামগড় উপজেলার ৩ টি সহ খাগড়াছড়ি জেলার ৪২টি সেতু উদ্বোধন করা হয়েছে,

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটি গণভবনে সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। অনুষ্ঠানে সেতুগুলোর বিস্তারিত তুলে ধরেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

শত সেতু উদ্বোধনকে ঐতিহাসিক মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সারা বাংলাদেশের উন্নয়নই আমাদের লক্ষ্য। এ সেতুগুলো নির্মানের মাধ্যমে নিরাপদ সড়ক যোগাযোগ ব্যবস্থার দ্বার উন্মোচিত হয়েছে। সেতুগুলো উদ্বোধনের মধ্য দিয়ে মানুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে, ব্যবসা-বাণিজ্যে নতুন গতি পাবে।

রামগড় উজেলার পাতাছড়া সেতু, নাকাপা সেতু ও সোনাইপুল সেতু উদ্বোধন করা হয়। তার মধ্যে সোনাইপুল সেতু সংলগ্ন রামগড় উপজেলা প্রশাসন কতৃক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রামগড় উপজেলা চেয়ারম্যান, ভাইস- চেয়াম্যান, ইউএনও, পৌরসভার মেয়র সহ বিভিন্ন সরকারী দপ্তরের পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলো।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.