জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী থেকেঃ
ডিজিটাল বাংলাদেশ, সবার জন্য বিদ্যুৎ, নারীর ক্ষমতায়ন ও আশ্রয়ণ প্রকল্পসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে রাজবাড়ীতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে
রবিবার ( ৫ জুন ) সকালে রাজবাড়ী অফিসার্স ক্লাবে প্রধান অতিথি হিসেবে ওই কর্মশালার উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুর রহমান শেখ।
এ সময় প্রধামন্ত্রীর কার্যালয়ে গর্ভেনন্স ইনেভেশন শাখার উপ পরিচালক আশরাফুল আলম, সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট সুবর্না রানী সাহা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাইনউদ্দিন চৌধুরিসহ দিনব্যাপী এ কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় নেতা ও উদ্যোক্তাসহ সমাজের নানা শ্রেণীপেশার শতাধিক প্রতিনিধি অংশ গ্রহন করেন।