দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জাতীয় পার্টি (জাপা)। সোমবার মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে সকাল ১০টা থেকে বিক্রির কার্যক্রম শুরুর কথা থাকলেও তা শুরু হয় বেলা ১২টায়। ফরম বিক্রি নিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সকাল ১১টার পর কার্যালয়ে আসেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, এমপি। নেতারা শুরুতে মিটিং করেন এরপর মনোনয়ন ফরম বিক্রি শুরু করেন। শুরুতেই মনোনয়ন ফরম কেনেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। প্রথম দিনে মোট ৫৫৭টি মনোনয়ন ফরম বিক্রি হয়। কার্যালয়ে উপস্থিত না হলেও ফরম নিয়েছেন চেয়ারম্যান জিএম কাদের, এমপি। তার পক্ষে রংপুর-৩ আসনের ফরম নেন তার স্ত্রী শেরিফা কাদের, এমপি। তিনদিন ধরে চলবে ফরম বিক্রি।
প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টাকা৷