লালমনিরহাট সংবাদদাতাঃ
প্রতিবন্ধীদের জন্য ভাতা বাড়ানো হবে বলে জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ এমপি।
১৬ জুলাই (শনিবার) দুপুরে লালমনিরহাট শিশু পরিবারে ২৫ শয্যা বিশিষ্ট শান্তি নিবাস উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করে এ কথা বলেন মন্ত্রী।এ সময় নুরুজ্জামান আহম্মেদ বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের জন্য যেভাবে কাজ করেছেন সেজন্য বিশ্বের নিকট প্রশংসিত হয়েছন। সমাজকল্যাণ মন্ত্রনালয় প্রধানমন্ত্রীর নির্দেশে সেই লক্ষে কাজ করছে,প্রতিবন্ধীদের জন্য আবাসস্থল ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে যাতে তারা কারো উপর নির্ভরশীল না থাকে। উদ্বোধন অনুষ্ঠানের বক্তৃতায় মন্ত্রী আরো বলেন, শান্তি নিবাসে ষাটোর্ধ বয়সের মানুষেরা থাকতে পারবে আর শিশু পরিবারের শিশুরা তাদের দাদা-দাদি বা নানা-নানি হিসেবে যত্ন নিবেন।
লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শিশু পরিবারে শান্তি নিবাস উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহম্মেদ এমপি, এ-সময় লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এ্যাডঃমতিয়ার রহমান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের (পিডি,) বিভাগীয় সমাজসেবা অধিদপ্তর রংপুরের পরিচালক সাদেকুল ইসলাম, জেলা সমাজসেবা অফিসার আব্দুল মতিনসহ প্রমূখ উপস্থিত ছিলেন।