
কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার পেরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ১২ আগস্ট ২০২৫ অভিভাবক সমাবেশ
বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির সভাপতি আব্দুল হান্নান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অভিভাবক সমাবেশে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার আল -আমিন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা একে ফজলুল হক,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস ।
স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক আবদুস সাত্তার।
উপস্থিত অভিভাবক ও এলাকার বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন,
ওমর ফারুক হাজারী,জামশেদ মজুমদার, বাহার মজুমদার, আবদুল বারিক মজুমদার, ইব্রাহিম মিয়াজী, স্কুল এডহক কমিটির অভিভাবক সদস্য শাহাবুদ্দিন প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষিকা ইয়াসমিন আক্তার,কোরআন তেলাওয়াত করেন সহকারী শিক্ষক মহিউদ্দিন।
উল্লখ্য,১৯৭২ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টির জরাজীর্ণ অবস্থা ও ব্যবস্থাপনায় বিভিন্ন সমস্যা তুলে ধরেন বক্তারা।
১৯৮৪ সালে নিম্ম মাধ্যমিক স্বীকৃতি এমপিও ও ২০০২ সালে মাধ্যমিক পাঠদানের অনুমোদন লাভকরলেও ভবন, শিক্ষকসহ বিভিন্ন সংকটে বিদ্যালয়টি পতিত। তারা এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করেন।