পূণ্য ভূমিতে রূপ নিয়েছে বঙ্গবন্ধুর সমাধীস্থল –ঢাবি ভিসি

আরো পরিবেশ বরিশাল শিক্ষা শিক্ষা সাহিত্য সারাদেশ
শেয়ার করুন...

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)
প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ^ বিদ্যালয়ের উপাচার্জ অধ্যাপক ড.মোহাম্মদ আখতারুজ্জামান বলেছেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নিজ জন্মভূমি টুঙ্গিপাড়াকে ভীষণ ভালোবাসতেন মহান আল্লাহ তাঁকে তার সেই প্রিয় জন্মভূমিতেই চির নিন্দ্রায় শায়িত করেছেন। বঙ্গবন্ধুর সমাধী স্থান এখন দেশ-বিদেশের মানুষের কাছে পরম শ্রদ্ধার পূণ্য ভূমিতে রূপ নিয়েছে। জাতির পিতা যে সমৃদ্ধ সোনারবাংলার স্বপ্ন দেখতেন তার সেই স্বপ্নই এখন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের মাঝে খুঁজে পাওয়া যায়। তথ্য প্রযুক্তি নির্ভর,অর্ন্তভুক্তিমূলক,উন্নত ও সমৃদ্ধ সেই স্মার্ট বাংলাদেশের ছোঁয়া লেগেছে বানারীপাড়া ও উজিরপুরসহ দেশের প্রতিটি জনপদে। বরিশালের বানারীপাড়ায় ঐতিহ্যবাহী সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় মেলবন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন আজ থেকে ১৩৪ বছর পূর্বে ১৮৮৯ সালে বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল প্রতিষ্ঠা দক্ষিণবঙ্গে একটি বিরল ঘটনা । ঐতিহ্য্যবাহী এ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মেলবন্ধন অনুুষ্ঠানে অতিথি হতে পারা অত্যন্ত গৌরব ও মর্যাদার ।
১৭ ফেব্রুয়ারী শুক্রবার ঋতুরাজ বসন্তের ¯িœগ্ধ বিকেলে বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলমের সভাপতিত্বে বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত এ মেলবন্ধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সারদা পুলিশ একাডেমির ডিআইজি মো.মাসুদুর রহমান বিপিএম পিপিএম,বাংলাদেশ নৌ-বাহিনীর ক্যাপ্টেন এম এ জব্বার প্রমুখ। এর আগে সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী । এসময় তিনি সন্ধ্যা নদীতে সেতু নির্মাণের জন্য সরকারের উদ্যোগের কথা জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ^ বিদ্যালয়ের উপাচার্জ প্রফেসর ড. মো.ছাদেকুল আরেফিন ও পিরোজপুর প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্জ অধ্যাপক সাইফুদ্দিন। এছাড়াও অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য আনিসুর রহমান,বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী,পৌর সভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ডু,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা প্রমুখ। অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গনে রংবেরংয়ের বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। পরে বর্ণাঢ্য র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম এমপি ও ব্যান্ডদল আভাসের শিল্পিরা সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.