সারিয়া চৌধুরীঃ
রোববার (২৩ ডিসেম্বর) বিকেলে লাকসাম পৌর শহরের শিশু নিকেতন স্কুলে ‘পিপলস অ্যাডাপটেশন প্ল্যানস ফর ইনক্লুসিভ ক্লাইমেট স্মার্ট সিটিস’ প্রকল্পের আওতায় এক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়৷ এতে অংশ নেন লাকসাম পৌরসভা ৫ নং ওয়ার্ডের মৌলভীপাড়া কমিউনিটির মানুষ৷
স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রকল্প এর আওতায় পৌরসভা ৫ নং ওয়ার্ডের মৌলভীপাড়া কমিউনিটির মানুষদের জন্য জলবায়ু, আবহাওয়া এবং অভিযোজন বিষয়ে গ্লোবাল সেন্টার অন এডাপটেশন এর অর্থায়নে এবং সেইভ দ্যা চিলড্রেন এর সহযোগিতায়, ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) এ প্রশিক্ষন প্রদান করে।
উক্ত প্রশিক্ষণ প্রোগ্রামে লাকসাম উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ দেলোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিনি স্থানীয় কমিউনিটির জন্য এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের সচেতন করতে ভূমিকা রেখেছেন। এই প্রশিক্ষনটি কমিউনিটি সদস্যদের জন্য নতুন দৃষ্টিভঙ্গি আনতে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তাদের সক্ষমতা বাড়াতে সাহায্য করবে।
প্রশিক্ষনে স্থানীয় কমিউনিটির জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় লক্ষ্যে আরো আলোচনা করেন ঢাকা থেকে আগত প্রশিক্ষক, স্থানিয় কমিউনিটির প্রতিনিধি সাংবাদিক সেলিম চৌধুরী হীরা, প্রকল্পের কেয়া অধিকারী৷