সেলিম চৌধুরী হীরাঃ
সংঘাত ও সহিংসতা নয়; শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত ‘পিস ফ্যাসিলিটেটর গ্ৰুপ’ (পিএফজি) লাকসাম ইউনিটের উদ্যোগে ২৭ জানুয়ারী শনিবার সকালে স্থানীয় একটি রেস্টুরেন্টে সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
পিএফজি লাকসাম ইউনিটের কো- অর্ডিনেটর জাফর আহমেদের সঞ্চালনায় ওই সভায় বক্তব্য রাখেন, পিএফজি লাকসাম ইউনিটের এম্বাসেডর এডভোকেট বিকাশ চন্দ্র সাহা, নাজমুন্নাহার নুপুর, মো. সিরাজুল হক, নুরে আলম মানিক, নিমাই সাহা, দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক কো-অর্ডিনেটর সৈয়দ মোহাম্মদ নাসির উদ্দিন ও পিএফজির আঞ্চলিক কো-অর্ডিনেটর খোদেজা বেগম।
সভায় পিএফজি’র বাৎসরিক প্রশিক্ষণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়৷ দি হাঙ্গার প্রজেক্টের সার্বিক সহযোগিতা আগামী সপ্তাহে তিনদিনের এই প্রশিক্ষণ কক্সবাজার অনুষ্ঠিত হবে৷ এতে লাকসাম ইউনিটের ৩০ জন সদস্য অংশ অংশগ্রহণ করবেন৷
এসময় পিএফজি লাকসাম ইউনিটের সদস্য, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হীরা, লাকসাম প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বপন, লাকসাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আওরঙ্গজেব খান রুবেল, মো. আহসান হাবিব, নাজনীন নীপা, খবির উদ্দিন আহমেদ কিরণ, গোপাল চন্দ্র সাহা, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সদস্য আফ্রাতুল করিম রিমু প্রমূখ বক্তব্য রাখেন৷