পাবনায় জামায়াতের উদ্দোগে বেকার ও দরিদ্রদের মাঝে ভ্যান গাড়ি সেলাই মেশিন ও ছাগল বিতরণ

আরো খুলনা পরিবেশ বরিশাল সারাদেশ
শেয়ার করুন...

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বেকার, অসহায় এবং দরিদ্রদের মাঝে বিনামূল্যে ভ্যান গাড়ি,. সেলাই মেশিন ছাগল বিতরণ করা হয়।

বৃহস্পতিবার ( ৩ এপ্রিল) সকাল ৮ টায় পাবনা সদর উপজেলার টিবুনিয়া কেন্দ্রীয় ঈদগা মাঠে বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার নায়েবে আমির ও সদর আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হুসাইন।

ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মালিগাছা ইউনিয়নের সভাপতি ইব্রাহিম খলিল আইনুল এর সভাপতিত্বে মালিগাছা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা সদর উপজেলা শাখার আমির আব্দুর রব ও মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মুনতাজ আলী।

প্রধান অতিথি প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেন, অসহায় দরিদ্র বেকার মানুষের সহায়তা সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসা দরকার । সমাজের প্রতি বিত্তবানদের দায়ের বদ্ধতা রয়েছে। তিনি আরো বলেন সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা ও সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অসহায় বেকার ও হতদরিদ্রদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ দুইটি ইঞ্জিন চালিত ভ্যান গাড়ি , ছয়টি সেলাই মেশিন ও ছাগল বিতরণ করেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.