কুমিল্লা দক্ষিন জেলা প্রতিনিধিঃ
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে লাকসামে আনন্দ র্যালি করেছে বাংলাদেশ পুলিশ ও বিভিন্ন সংগঠন। শনিবার বিকালে লাকসাম থানা পুলিশের আয়োজনে ও সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মহিতুল ইসলামের
নেতৃত্বে র্যালি বের করা হয়।
র্যালি শুরুতে সবাইকে মিষ্টি বিতরণ করা হয় এবং পদ্মা সেতুর ৪২ টি পিলারের সাথে মিল রেখে ৪২টি বেলুন উড়িয়ে র্যালি যাত্রা শুরু করে। আনন্দ মিছিলটি পুরো পৌর শহর প্রদক্ষিণ শেষে থানা চত্ত্বরে এসে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন,লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মেজবাহ উদ্দিন ভুইঁয়া,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দীন শামীম, সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন সানি, সম্পাদক আমিনুল তুষার, পৌর কাউন্সিলার ,আবদুল আজিজ, খলিলুর রহমান,শাহাজাহান,আবু সায়েদ বাচ্চু প্রমুখ।
এদিকে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে আয়োজন হয়েছে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করছেন দেশের কণ্ঠশিল্পীরা।