পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে কুবি পরিবারের আনন্দ র‍্যালী

আরো কুমিল্লা চট্টগ্রাম শিক্ষা শিক্ষা সাহিত্য সারাদেশ
শেয়ার করুন...

কুবি প্রতিনিধিঃ
স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আনন্দ র‍্যালী করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) পরিবার। মঙ্গলবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টায় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের নেতৃত্বে র‍্যালিটি বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে।

এসময় উপাচার্য বলেন, ‘পদ্মা শুধু একটি সেতু নয়। এটি আমাদের গর্ব, আমাদের অহংকার। শত বাধা পেরিয়ে গড়ে উঠা এই সেতু আমাদের সক্ষমতার প্রতীক। এটি শুধু আঞ্চলিক যোগাযোগ ব্যাবস্থাকেই উন্নত করবেনা ভবিষ্যতে বিশ্বযোগাযোগ ব্যাবস্থাতেও গুরূত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ মোকাদ্দেস-উল-ইসলাম, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোঃ রশিদুল ইসলাম শেখ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মুহা. হাবিবুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.