নাইমুর রহমান, ইবি প্রতিনিধি:
পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে নতুন সাজে সাজানো হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণ। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন, ডায়না চত্বর, মেইন গেটেসহ বিভিন্ন হল গুলাতে ঝাড়বাতি দিয়ে সুসজ্জিত করা হয়েছে। ক্যাম্পাসে সৌন্দর্য উপলব্ধি করতে এবং সার্বিক বিষয় তত্বাবধান করতে সন্ধার পর পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আব্দুস সালাম এবং প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান।
জানা যায়, আগামীকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের ভিসির নেতৃত্বে ক্যাম্পাসের প্রশাসন ভবনের সামনে থেকে আনন্দর্যালি বের হবে। এছাড়াও সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সেতুর উদ্বোধন অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে।
এতে প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া, এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান, বিভিন্ন সমিতি, অনুষদ, হল, বিভাগ, পরিষদ ও ফোরাম, ছাত্র সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো অংশগ্রহণ করবেন।