পদ্মা সেতুতে দ্বিতীয় দিনে প্রায় ২ কোটি টাকা টোল আদায়

অর্থনীতি আরো জাতীয়
শেয়ার করুন...

অনলাইন ডেস্কঃ
পদ্মা সেতু খোলার পর দ্বিতীয় দিনে প্রায় দুই কোটি টাকা টোল আদায় হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) দুপুরে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মনিটরিং) আবুল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সেতুতে মোটরসাইকেল ওঠা বন্ধ হওয়ায় যানবাহনের সংখ্যা কমে গেছে এক-চতুর্থাংশ। টোলের পরিমাণ কমে এসেছে পৌনে এক কোটি টাকা। এর আগে রবিবার প্রথম দিন মোট টোল আদায় হয়েছিল ২ কোটি ৭৫ লাখ ১৩ হাজার ৬০০ টাকা।

উল্লেখ্য, গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। উদ্বোধনের দিন যানবাহন চলাচল বন্ধ ছিল। পরদিন রবিবার সকাল ৬টা থেকে যানবাহন চলাচল শুরু হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.