পদ্মায় ফেরি দুর্ঘটনায় নিহত খোকনকে ঝালকাঠিতে আনা হয়েছে

আরো পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

ঝালকাঠি সংবাদদাতাঃ
শিমুলিয়া-মাঝিরকান্দি নৌপথে শরীয়তপুরের জাজিরায় পাইনপাড়া চ্যানেলের মুখে শনিবার রাত সাড়ে ৩টার দিকে বেগম সুফিয়া কামাল ও বেগম রোকেয়া ফেরির মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গাড়িচাপায় একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। নিখোঁজ রয়েছেন একজন।

এঘটনায় নিহত হয়েছেন ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৩৭ বছর বয়সী খোকন সিকদার। ছেলের আকর্ষিক মৃত্যুর খবরে বাকরুদ্ধ বাবা হারুন সিকদার। নিহত খোকন সিকদার পেশায় পিকআপ গাড়ী চালক। তার বাড়ি ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চিংড়াখালী গ্রামে। নিহত খোকনের মা, বাবা, দুই স্ত্রী, এক কণ্যা এবং তিন পুত্র সন্তান রয়েছে।

রোববার নিহতের স্ত্রী তাহামিনার কাছে স্বামীর মরদেহ হস্তান্তর করা হয়েছে। তাহমিনা জানান, ‘আমার স্বামী পিকআপ ভ্যানে মালামাল নিয়ে যাচ্ছিলেন। ভোররাতে তার নম্বর থেকে ফোন করে পুলিশ মৃত্যুর খবর জানায়।

কাঠালিয়া সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহামুদ ইসলাম স্বপন সিকদার জানান, নিহত খোকন পিরোজপুরের চরখালী থেকে পিকআপ ভ্যনে করে মাছ নিয়ে ঢাকায় যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সুফিয়া কামাল ফেরি ঘোরানোর সময় বেগম রোকেয়া ফেরির সঙ্গে সংঘর্ষ হয়। সে সময় সুফিয়া কামালে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানের চালক খোকন সিকদার একটি গাড়ির চাপায় নিহত হন।

রোববার বিকেলে খোকনের মরদেহ ঝালকাঠিতে আনা হলে এলাকাজুরে শোকে পরিনত হয়। খোকনের বাবা জানিয়েছে রোববার মাগরীবের নামমাজের পরে জানাজা শেষে নিজ বাড়ীর পারিবারিক গোরস্তানে দাফন করা হবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.