পদ্মার দুই পাঙাশের দাম ৬২হাজার ৫শ

আরো ঢাকা সারাদেশ
শেয়ার করুন...

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ীঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জাফরগঞ্জের জেলে বুদ্ধু হালদারের জালে (১৯ ও ২৮) ৪৭ কেজি ওজনের দুটি পাঙাশ ধরা পড়েছে।

বুধবার (২১ জুলাই) ভোররাতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় জাল ফেললে জেলেদের জালে এ মাছ দুটি ধরা পড়ে।

পরে মাছ দুটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত কেচমত মোল্লার মৎস্য আড়তে আনলে সেখানে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসাবে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মৎস ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১৯ কেজি ওজনের মাছটি ১২শ টাকা কেজি দরে মোট ২২হাজার ৮শ টাকা ও ২৮ কেজি ওজনের মাছটি ১৩শ পঞ্চাশ টাকা কেজি দরে মোট ৩৬হাজার ৪শ টাকায় সর্বমোট ৫৯হাজার ২শ টাকায় কিনে নিয়ে মুঠোফোনে বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে মাছ দুটি ৬২হাজার ৫শ টাকায় বিক্রি করেন বলে জানান এই মাছ ব্যবসায়ি।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, বর্তমানে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলেদের জালে বড় বড় মাছ বেশি ধরা পড়ছে। পদ্মার বড় মাছের খুবই চাহিদা থাকে। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.