
মোঃ নাসির উদ্দিন স্টাফ রিপোর্টার, পটুয়াখালী
তারিখঃ ২৯/১০/২০২৫ ইং
পটুয়াখালী জেলা শহরে আধুনিক চিকিৎসা সেবা প্রদান লক্ষ্যে “দি স্কয়ার হাসপাতাল”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (তারিখঃ২৯/১০/২০২৫ ইং বিকেল আসর বাদ হাসপাতালের প্রধান ফটকে ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি ডাঃ পুর্জা ভান্ডারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদ রানা এম.এ.
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের পটুয়াখালী সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবার হাওলাদার (মাসুদ) এবং সাংবাদিক রুনা হাওলাদার (মিথুন)। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পটুয়াখালী সরকারি কলেজ মসজিদের পূর্ব পাশে জেলা পরিষদ রোডে অবস্থিত হাসপাতালটিতে স্বল্প খরচে বিভিন্ন ধরনের অপারেশন ও চিকিৎসা সেবা প্রদান করা হবে। বিশেষ করে গরিব ও অসহায় রোগীদের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ সুবিধার ব্যবস্থা করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, “দি স্কয়ার হাসপাতাল” পটুয়াখালীবাসীর দীর্ঘদিনের মানসম্মত চিকিৎসা সেবার চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
