শাহিনুর রহমান পঞ্চগড় সদর প্রতিনিধি
বাংলাদেশের একমাত্র হিমালয় খ্যাত জেলা পঞ্চগড় এ জেলায় হালকা হালকা শীত অনুভূত হচ্ছে, বইতে শুরু করেছে ঠান্ডা হাওয়া
হিমালয় থেকে নেমে আসা ঠান্ডার কারণে খুব দ্রুত বদলে যাচ্ছে এ জেলার আবহাওয়া
দিনে পর্যাপ্ত গরম থাকলেও সন্ধ্যা হতে না হতেই নেমে আসতেছে শীত ঠান্ডা আবহাওয়া,,সন্ধ্যার পর এলাকা ছেয়ে যাচ্ছে কুয়াশায় । রাস্তা ঘাটে দেখা যাচ্ছে পথচারীরা রাতের বেলায় শীতের কাপড় পরে বেরাতে। সবুজ ঘাস ও গাছের পাতায় জমছে শিশিরের কণা।
প্রকৃতিতে এখন হেমন্তকাল,, শীতের বার্তা নিয়ে আসার কথা ছিল হেমন্তের,, কিন্তু দিনে পর্যাপ্ত গরম থাকলেও রাতযত গভীর হচ্ছে ঠান্ডার প্রভাব যেন তত বাড়তাছে,, মধ্যরাতের পর গায়ে জড়াতে হচ্ছে কম্বল ও লেপ,,
এই সময়ে পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলা থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা
অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা দেখা যায় বহু ক্রোশ দূর থেকে