নড়াইলে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

আইন-অপরাধ আরো খুলনা সারাদেশ
শেয়ার করুন...

নড়াইল সংবাদদাতাঃ
নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া চরকান্দিপাড়া গ্রামের রাজু শেখ হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কেরামত আলী এ আদেশ দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর ইমদাদুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া চরকান্দিপাড়া গ্রামের বুলু শেখ, দাউদ শেখ, নাসিম শেখ, সেকোন শেখ, শামীম শেখ, দুল মিয়া শেখ ও কুত্তি শেখ। রায় ঘোষণার সময় আদালতে পাঁচ আসামি উপস্থিত থাকলেও আসামি শামীম শেখ ও দুল মিয়া শেখ পলাতক রয়েছেন।

নিহত রাজু শেখ কলাবাড়িয়া চরকান্দিপাড়া গ্রামের আ. সালাম শেখের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ৩০ এপ্রিল বিকেলে রাজু শেখ নাস্তা করার জন্য কলাবাড়িয়া হাটে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে নলীয়া নদীর পূর্বপাড়ে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে আসামিরা রাজু শেখকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই রফিক শেখ বাদী হয়ে ২০০৪ সালের ২ মে নড়াগাতি থানায় মোসলেম শেখসহ আটজনের নামে মামলা করেন।

মামলায় দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। আসামিদের মধ্যে মোসলেম শেখ মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেন আদালত।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *