নড়াইলে শিক্ষককে লাঞ্ছনা: ৩ দিনের রিমান্ডে ৪ জন

আইন-অপরাধ আরো পরিবেশ শিক্ষা শিক্ষা সাহিত্য সারাদেশ
শেয়ার করুন...

অনলাইন ডেক্সঃ
নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে সহিংসতা এবং অধ্যক্ষকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় গ্রেপ্তার চার আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (৩ জুলাই) দুপুর ১২টায় নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা এই আদেশ দেন।

এর আগে সকাল ১০টায় আসামি রহমতুল্লা বিশ্বাস রনি, শাওন খান, মনিরুল ইসলাম এবং সৈয়দ রিমনকে জেলা কারাগার থেকে বিশেষ নিরাপত্তার মাধ্যমে নড়াইল সদর আমলি আদালতে আনা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মাহমুদুর রহমানের পাঁচদিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
১৮ জুনের সহিংসতা এবং অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনার ১০ দিন পর সোমবার (২৭ জুন) বিকেলে পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ১৭০ থেকে ১৮০ জনের নামে মামলা করে। ২৭ তারিখ রাতেই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ২৯ জুন রাত ৯টার দিকে তাকে খুলনার বয়রা এলাকা থেকে মামলার অন্যতম প্রধান আসামি রহমতউল্লাহ বিশ্বাস রনিকে (২২) গ্রেপ্তার করে নড়াইল জেলা পুলিশের একটি টিম।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.