মোঃ আবদুল লতিফ, নোয়াখালী (সদর)ঃ নোয়াখালীতে সুধারাম থানা কর্তৃক বিশেষ অভিযানে ০৯ টি চোরাই মোটর সাইকেল সহ চোরচক্রের সক্রিয় সদস্য মহিন উদ্দিন( ৩২)নামের এক হোন্ডা মেকানিককে গ্রেফতার করেছে পুলিশ।
মোঃ মহিন উদ্দিন (৩২) ২নং দাদপুর ইউনিয়নের হুগলী আমির আলী দরবেশ বাড়ী/বন্যাবাড়ীর মোঃ নুরুল আমিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মহিন দীর্ঘদিন থেকে উদয় সাধুর হাটে হোন্ডা মেকানিকের কাজ করছে।
ঘটনার বিবরণীতে জানা যায় যে, নোয়াখালী জেলার বিভিন্ন থানা সহ নোয়াখালী জেলার সীমান্তবর্তী জেলায় ইদানিং মোটরসাইকেল চুরি কিছু ঘটনা ঘটে। বিষয়টি জেলা পুলিশ নোয়াখালীর দৃষ্টিগোচর হয়।মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ শহীদুল ইসলাম,পিপিএম মহোদয়ের নির্দেশে সুধারাম থানা পুলিশ মোটরসাইকেল চোর চক্র সনাক্তে কাজ করে।
এই বিষয়ে জেলা পুলিশ সুপারের দপ্তর থেকে নিশ্চিত করে জানা গেছে যে, গত ২৩/০৫/২০২২ তারিখ এস আই স্পেসল্যাব চৌধুরী প্রমোজ গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় যে,সুধারাম থানাধীন ০১ নং চরমটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট পূর্ব বাজারস্থ মহিন হোন্ডা সার্ভিসিং সেন্টারে কয়েকটি চোরাই মোটরসাইকেল রুপ পরিবর্তনের জন্য সংরক্ষিত আছে।উক্ত সংবাদের ভিত্তিতে এস আই প্রমোজ চৌধুরী সংগীয় ফোর্স সহ সন্ধ্যে ৬টা ৩০ মিনিটে উক্ত গ্যারেজে অভিযান চালিয়ে ০৯ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে এবং গ্যারেজের মালিক ও মেকানিক মো- মহিন উদ্দিন,পিতা- নুরুল আমিন,মাতা-নুরনাহার বেগম,সাং-হুগলী(আমির আলী দরবেশ বাড়ী/বন্যা বাড়ী,২ নং দাদপুর ইউনিয়ন,৬ নং ওয়ার্ড,থানা -সুধারাম,জেলা নোয়াখালীকে আটক করে।আটককৃত ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদে চোরচক্রের পরিচয় প্রকাশ করে জানান সে চোরচক্রের একজন সদস্য।সে জানায় চোরেরা মোটরসাইকেল চুরি করে তার গ্যারেজে নিয়ে আসলে সে মোটরসাইকেলের রুপ পরিবর্তন করে এবং খুচরা যন্ত্রাংশ বিক্রি করে।এই সংক্রান্তে আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন। এই বিষয়ে আরো জানানো হয় যে, উদ্ধারকৃত মোটর সাইকেলের দাবীদার থাকলে অনুগ্রহ করে সুধারাম থানার এস আই প্রমোজ চৌধুরী মোবাইল নং 01711059737 সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।