নোয়াখালীতে স্কাউটিং সম্প্রসারণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আরো চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

মোঃ মনোয়ারুল হক, নোয়াখালী থেকে :
বাংলাদেশ স্কাউটস,কুমিল্লা অঞ্চলের পরিচালনায় এবং জেলা স্কাউটস এর বাস্তবায়নে নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্কে বৃহস্পতিবার সকালে স্কাউটিং সম্প্রসারণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে স্কাউটিং সম্প্রসারণ বিষয়ক মতবিনিময় সভা আরম্ভ করা হয়।

স্বাগত বক্তব্য রাখেন নোয়াখালী জেলা স্কাউটস সম্পাদক আহমদ হোসেন ধনু।

উপ আঞ্চলিক কমিশনার (প্রশিক্ষণ) মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক কমিশনার মো. গোলাম সারওয়ার।

স্কাউটিং সম্প্রসারণ বিষয়ক মতবিনিময় সভার প্রথম পর্বে আঞ্চলিক স্কাউট নেতৃবৃন্দ জেলা ও উপজেলা স্কাউটস নেতৃবৃন্দের সাথে স্কাউটিং বিষয়ক সমস্যা গুলো নিয়ে মতবিনিময়ে যুক্ত হয়েছেন।

বক্তব্য রাখেন আঞ্চলিক সম্পাদক আক্তারুজ্জামান, উপ আঞ্চলিক কমিশনার (স্পেশাল ইভেন্ট) বেলাল হোসেন, উপ আঞ্চলিক কমিশনার (সংগঠন) আবুল কাশেম।

দ্বিতীয় পর্বে জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ, দীক্ষা অনুষ্ঠান ও আনন্দ মেলার উদ্বোধনী অনুষ্ঠিত।

এ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার প্রাক্তন এডিসি (সার্বিক) বর্তমানে সরকারের উপ সচিব ইশরাত সাদমীন,এডিসি আইসিটি ও শিক্ষা অজিত দেব,জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীর ,নোয়াখালী জেলা রোভার কমিশনার ও চৌমুহনী এস এ কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোহাম্মদ আবুল বাশার সহ প্রমুখ।

আগত অতিথিদের হাতে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়েছে।

এরপর দীক্ষা অনুষ্ঠান ও কাব কার্নিভাল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এতে উপজেলা ভিত্তিক নৌকা বাইচ,রাজা রানী, সাপুড়ে ও বন মানুষ সাজে সজ্জিত হয় আনন্দ মেলার চমৎকার আয়োজন সম্পন্ন হয়েছে।

নোয়াখালী জেলার ৯ টি উপজেলার শতাধিক স্কাউটার আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছেন।

অনুষ্ঠানের শেষাংশে ব্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।
অত্যন্ত সুন্দর ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠান শেষ করা হয়েছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.