মোঃ মনোয়ারুল হক, নোয়াখালী থেকে :
নোয়াখালী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উদ্যোগে বুধবার সকাল ১০ ঘটিকা থেকে দিনব্যাপী মাদক বিরোধী কর্মপরিকল্পনা প্রনয়ণে মেন্টরদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা জেলা প্রশাসকের কার্যালয়ের ৩য় তলায় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালা শুরু করা হয়।
সভাপতিত্ব করেন, নোয়াখালী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামান্না মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নোয়াখালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীর, বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ডাক্তার ইব্রাহিম খলিল সহ প্রমুখ।
আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৯ টি উপজেলা থেকে ৫৭ জন শিক্ষক-শিক্ষিকা অংশ গ্রহণ করেছেন।
অত্যন্ত সুন্দর ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালাটি সম্পন্ন করা হয়েছে।