মোঃ আবদুল লতিফ, নোয়াখালী (সদর) থেকেঃ নোয়াখালী সদর উপজেলার মাইজদী শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জামাতের ৪৫ নেতাকর্মীকে আটক করেছে সুধারাম থানা পুলিশ। তবে পুলিশের দাবী, ঐ শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় তলায় তারা গোপন বৈঠকে জেলার বিভিন্ন স্থান থেকে এসে মিলিত হয়েছে।
আজ রবিবার(১৫ই মে) বেলা ১২ টা ৩০ মিনিটের দিকে নোয়াখালী মাইজদী শহরস্থ আল ফারুক একাডেমি ভবনের দ্বিতীয় তলার একটি শ্রেণিকক্ষে বৈঠক চলাকালে তাদেরকে গ্রেফতার করে থানা পুলিশ। আটককৃতরা হলেন, নোয়াখালী জেলা জামাতে ইসলামের আমির মাওলানা মোঃ ইসহাক খন্দকার, জেলা নায়েবি আমির মাওলানা সাইদ আহমেদ, সদর উপজেলা আমীর মাওলানা রেজওয়ানুল হক, সোনাইমুড়ী উপজেলা আমীর মাওলানা হানিফ মোল্লা, কোম্পানিগঞ্জ উপজেলা আমীর মাওলানা মোঃ বেলায়েত হোসেনসহ সংগঠনের ৪৫ জন নেতাকর্মী।
এই বিষয়ে নিশ্চিত করে নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ শহিদুল ইসলাম জানান যে, রোববার (১৫ই মে) দুপুর ১২টা ৩০ মিনিটে নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা থেকে জামাতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসে নোয়াখালী সুধারাম থানার মাইজদী শহরের আল ফারুক একাডেমি ভবনের দ্বিতীয় তলার একটি শ্রেণিকক্ষে ধর্মীয় উগ্রতাকে পুঁজি করে নাশকতা সৃষ্টি ও সরকার বিরোধী কার্যাকলাপের প্রস্তুতিমূলক গোপন বৈঠক মিলিত হয়। বৈঠক চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, ওসি সুধারাম থানা ঐ ভবনে অভিযান চালিয়ে জামাতে ইসলামের ৪৫ জন নেতাকর্মী গ্রেফতার করে। এইসময় তাদের কাছে থাকা বিভিন্ন ধরনের ধর্মীয় উগ্রতা সৃষ্টিকারী বই উদ্ধার করা হয়।প্রাথমিক ভাবে জানা যায় যে,ধর্মীয় উগ্রতাকে পুঁজি করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও সরকারি বিরোধী কর্মকান্ড তৈরির লক্ষ্যে এই গোপন বৈঠকে অংশগ্রহণ করে। এই বিষয়ে আরো অনুসন্ধানসহ আইনগত বিষয় গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।