নোয়াখালীতে করোনা শনাক্তের হার ৩০ দশমিক ৩৮ শতাংশ

করোনা আপডেট চট্টগ্রাম পরিবেশ সারাদেশ স্বাস্থ্য
শেয়ার করুন...

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া জেলায় নতুন করে আরও ২৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ৮২৬ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩০ দশমিক ৩৮ শতাংশ। নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বুধবার সকালে এসব তথ্য জানান।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায় জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ১০৩ জন। মোট আক্রান্তের হার ১৩ দশমিক ৫৯ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় জেলার বেগমগঞ্জে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ৩৪ জন, সুবর্ণচরে ৫ জন, বেগমগঞ্জে ৬০ জন, সোনাইমুড়ীতে ১৩ জন, চাটখিলে ১৯ জন, সেনবাগে ২০ জন, কোম্পানীগঞ্জে ৪ জন ও কবিরহাটে ২৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ১৯ শতাংশ।
সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৭১ জন, বেগমগঞ্জে ৪৯ জন, সুবর্ণচরে ৭জন, হাতিয়ায় ৪ জন, চাটখিলে ২৭ জন, সোনাইমুড়ীতে ১৯ জন, কোম্পানীগঞ্জে ২৯ জন ও কবিরহাটে ৩৬ জন রয়েছেন। তিনি আরও জানান, সুস্থ হয়েছেন ৯ হাজার ১৬০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬০ দশমিক ৬৫ শতাংশ।
এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা পাঁচ হাজার ৭৬৫ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ১০১ জন ও আইসোলেশনে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী চিকিৎসাধীন নেই।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.