নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ এবং নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ‘পদ্মা সেতু উদ্বোধনী উৎসব’

আরো চট্টগ্রাম বিনোদন সারাদেশ
শেয়ার করুন...

মতলব সংবাদদাতাঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসের দীর্ঘতম অনেক বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যপূর্ণ পৃথিবীর অন্যতম একটি দোতলা সেতু, পদ্মা সেতুর উদ্বোধন করেছেন। উদ্বোধনের পরের দিন অর্থাৎ রবিবার ২৬ জুন যান চলাচলের জন্য উন্মুক্ত হবে বিশ্বকে তাক লাগানো এই গর্বের সেতুটি। এখন সারা বিশ্বকে অবাক করে দিয়ে সমগ্র বিশ্বের মধ্যে অ্যামাজন নদীর পরে সর্বোচ্চ প্রবাহমান, খরস্রোতা নদী পদ্মার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বাঙালির অহংকার পদ্মা সেতুর ওপর দিয়ে ছুটে চলবে যানবাহন।

উল্লেখ্য, শনিবার ২৫ জুন সকাল ১০টায় মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু উদ্বোধনী নামফলক উন্মোচনের পর টোলপ্লাজার সামনে সুধী সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এরপর সেতু পেরিয়ে জাজিরা প্রান্তে যান প্রধানমন্ত্রী। জাজিরা প্রান্তে নামফলক উন্মোচনের পর বিকেলে জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এবং নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ এবং নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের সৌজন্যে, নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজ এবং নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় এর আয়োজনে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে চাঁদপুর মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজ এবং নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে ২৫ জুন শনিবার প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান ‘পদ্মা সেতু উদ্বোধন উৎসব’ এর আয়োজন করা হয়। উল্লেখ্য, অনুষ্ঠানটি আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, এলাকাবাসী, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উৎসব আমেজের সাথে উপভোগ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযুদ্ধা মোজাম্মেল হোসেন খান টগর, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজের অন্যতম দাতা সদস্য শাহাদাত করিম চৌধুরী সংগ্রাম মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজের গভর্নিং বডির সদস্য আসাদুজ্জামান এমএ, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ ইত্তেফাক, নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ কামাল হোসেন, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফ উল্লাহ, মনির হোসেন মিয়া সহ কলেজ ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।

উল্লেখ্য, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেফালী রানীর নেতৃত্বে পদ্মা সেতুর গান দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এছাড়াও পদ্মা সেতু বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও তাৎক্ষণিক পুরস্কার, পদ্মা সেতু নিয়ে গান, নৃত্য, সবশেষে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের অভিনীত ‘সর্বনাশা পদ্মা’ নাটক প্রদর্শনীর মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.