নির্বাচনে অংশ নিতে পারবে গণতন্ত্রী পার্টি: সুপ্রিম কোর্ট

আইন-অপরাধ আরো করোনা আপডেট জাতীয় ঢাকা
শেয়ার করুন...

অনলাইন ডেস্ক
এবারের নির্বাচনে ১৪ দলীয় জোটের শরীক গণতন্ত্রী পার্টির দুই পক্ষের প্রার্থীরাই অংশ নিতে পারবেন। আজ বুধবার তাদের প্রতিদ্বন্দ্বিতার অনুমতি দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

ইসির আইনজীবী আশফাকুর রহমান গণমাধ্যমকে জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি এম ইনায়েতুর রহিম গণতন্ত্রী পার্টির প্রার্থীদের একই প্রতীক বরাদ্দ দিতে ইসিকে নির্দেশ দিয়েছেন। সুপ্রিম কোর্টের চেম্বার আদালতের বিচারপতি এ সংক্রান্ত দুটি পৃথক আবেদন আমলে নিয়ে এ আদেশ দেন।

গণতন্ত্রী পার্টির সব প্রার্থীর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। ইসির এ সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। ওই আদেশ চ্যালেঞ্জ করে গত ১৮ ডিসেম্বর আবেদন করে কমিশন। একই আদেশে হাইকোর্ট বিভাগ ব্যারিস্টার আরশ আলীর নেতৃত্বাধীন গণতন্ত্রী পার্টির পক্ষ থেকে মনোনীত সাত প্রার্থীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি দিতে ইসিকে নির্দেশ দিয়েছিলেন।

আরেকটি আবেদন করেছিলেন গণতন্ত্রী পার্টির আরেক অংশের নেতা ডা. শাহাদাত হোসেন। তার অংশের তিন প্রার্থীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য সুপ্রিম কোর্টের কাছে অনুমতি চেয়েছিলেন তিনি।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.