
সেলিম চৌধুরী হীরা:
রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে কুমিল্লার লাকসামে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কান্দিরপাড় ইউনিয়ন বিএনপির আয়োজনে ভাকড্যা স্কুল মাঠে অনুষ্ঠিত এ জনসভায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজারো নেতা-কর্মী অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন কান্দিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন রশীদ।
প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মজির আহমেদ, সিনিয়র সহ-সভাপতি ডা. নুর উল্লাহ রায়হান, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, বিসিবির লজিস্টিক অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, সহ-সভাপতি নূর হোসেন চেয়ারম্যান, শাহ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, খোরশেদ আলম, মাস্টার মোস্তফা কামাল, উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাজান ভেন্ডার, দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক বাচ্চু মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি আবুল কালাম বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে ও রাষ্ট্র পুনর্গঠনে ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নে কাজ করছে। আগামী নির্বাচনে আমি যদি মনোনয়ন পাই তাহলে লাকসাম মানোরগঞ্জেবাসীর সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। এর মধ্যে ডাকাতিয়া নদী সংস্কার শিক্ষা নীতি সংস্কার কৃষি উন্নয়ন চাঁদাবাজ দখলবাজ ও মাদক মুক্ত লাকসাম মনরগঞ্জ উপহার দেব।