নিজ নামে সিম ও এমএফএস একাউন্ট না হলে বন্ধ হবে ভাতা: জন সচেতনতার জন্য প্রচার

আইন-অপরাধ আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত ভাতাভোগীদের নিজ নামে নিবন্ধিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) একাউন্ট না থাকলে ২০২৬ সালের জানুয়ারি থেকে ভাতা বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে উপজেলা সমাজসেবা কার্যালয়, লাকসাম।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বর্তমানে যারা অন্যের সিম বা মোবাইল নম্বর ব্যবহার করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অনগ্রসর বয়স্ক ভাতা, হিজড়া ভাতা, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি ও অনগ্রসর শিক্ষা ভাতা গ্রহণ করছেন, তাদের অবশ্যই নিজ নামে সিম কিনে নিজ এনআইডির বিপরীতে বিকাশ, নগদ, রকেট, উপায় বা এমক্যাশ—যে কোনো একটি এমএফএস একাউন্ট খুলতে হবে।

এ লক্ষ্যে আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ সালের মধ্যে উপজেলা সমাজসেবা কার্যালয়ে নম্বর পরিবর্তনের আবেদন জমা দিতে বলা হয়েছে। আবেদনকালে ভাতাভোগীকে স্বশরীরে উপস্থিত হয়ে জাতীয় পরিচয়পত্র বা প্রতিবন্ধী কার্ডের অনুলিপি জমা দিতে হবে।

লাকসামের উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা সংশ্লিষ্ট সকলকে বিষয়টি ব্যাপকভাবে প্রচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেছেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *