হাজী কাজী নজরুল ইসলাম
নিজেরে রাখিয়া ছুপীর কাতারে
অন্যের দোষ খুঁজি।
জগতে দেখিলাম ধর্মের দোহাই
তলে তলে করি রুজি।
এটা আমি কাউকেও বলিতেছিনা
আমারে দিয়েই কাজিন।
সবার নজরে সবাই মন্দের সারিতে
সহি কে? বল মওমিন?
অন্যর দোষ খোঁজার, লোক,শয়তান
বা,শয়তানের চাচাত ভাই।
নিজ চরকে তেলের খবর নাই মোর
অন্যের বদনাম গাই।
আল্লাহর কাছে করিয়াছি দোষ ত্রুটি
নিজে বলি ইয়ানফসি।
আমার বেলায় তুই বলার কে মওমিন
দু হাতে ভিড়াইয়া তাসবি।
ধর্ম দেখানোর লোকগুলো জাহেল সম
গীবতের কাছাকাছি।
নিজের দোষকে ডাকিয়া আবরনে ওরা
অন্যকে নিয়ে নাচি!!