নাবেদ হোসেন রাজন এর আয়োজনে ২০২৫ এ যুবদলের কর্মীসভা

আরো ঢাকা পরিবেশ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

প্রিয়া চৌধুরী
৫ ফেব্রুয়ারি বুধবার ঢাকা মহানগর দক্ষিণ গেন্ডারিয়া থানা দয়াগঞ্জ এলাকায় সুশৃংখল ও মনোরম পরিবেশে গেন্ডারিয়া থানা ৪০ নং ওয়ার্ড বিএনপি যুবদলের পক্ষ থেকে কর্মীসভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, প্রধান বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণ জনাব রবিউল ইসলাম নয়ন, আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয় যুগ্ম আহ্বায়ক এম এ গফফার, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন বাবলু, যুগ্ন-আব্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ মোহাম্মদ মুকিত হোসাইন
আরো উপস্থিত ছিলেন সঞ্চালনায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদল দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, ও এই কর্মীসভার আয়োজক সাবেক সদস্য সচিব গেন্ডারিয়া থানা ৪০ নং ওয়ার্ড যুবদলের নাবেদ হোসেন রাজন, এ সময় বিশাল মিছিল বহরে আরো উপস্থিত ছিলেন ৪৫ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব নুরুল আলম রবিন, যাত্রাবাড়ী থানা ৫০ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মেরাজুল ইসলাম হীরা এবং বিএনপি’র স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা,

এ সময় প্রধান অতিথি খন্দকার এনামুল হক এনাম বলেন আমি একটি স্লোগান তৈরি করেছিলাম এই মুহূর্তে প্রয়োজন দ্রুত নির্বাচন জনগণের প্রয়োজন দ্রুত নির্বাচন গণতন্ত্রের প্রয়োজন দ্রুত নির্বাচন, তিনি বলেন এই স্লোগানের মধ্য দিয়েই তাদেরকে জানিয়ে দিতে হবে যারা গণতন্ত্র চায় না, যারা রাষ্ট্রীয় ক্ষমতাকে অপব্যবহার করে, যারা জনগণের ভোটে আসে নাই, যারা আন্দোলনের দ্বারে পা দিয়ে আরাম-আয়েশে বসে আছে। তাদেরকে আর আরাম আয়েসে বসে থাকতে দেয়া হবে না যদি আপনারা কথা না শুনেন।

অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিন সদস্যসচিব জনাব রবিউল ইসলাম নয়ন বলেন প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আমার, আপনার, আমার, আমাদের সকলের নেতা তারেক রহমান। উনি স্বচ্ছ হৃদয়ে দেখে বাংলাদেশের অসহায় দরিদ্র, সাধারণ, মানুষ এবং পাথরের মত হৃদয় দিয়ে দেখেন সন্ত্রাস, চাঁদাবাজ ,দুর্নীতিবাজ অতএব প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আমার আপনারা কেউ এই ধরনের অপকর্মে লিপ্ত হবেন না তাহলে আমার নেতা তারেক রহমানের স্বচ্ছ হৃদয়ে কখনো ঠাঁই হবে না ঠাঁই হবে পাথরের হৃদয়ে এক চুল পরিমাণ কাউকে ছাড় দিবে না আপনার, আমার সকলের নেতা তারেক রহমান।

অন্যদিকে কর্মীসভার আয়োজনে ছিলেন গেন্ডারিয়া থানা ৪০ নং ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য সচিব নাবেদ হোসেন রাজন তিনি বলেন আমরা গণমানুষের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি এবং আমাদের গেন্ডারিয়া থানা ৪০ নং ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে সন্ত্রাস চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতিনিয়ত কঠোর হয়ে কাজ করছি।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.