কুমিল্লার নাঙ্গলকোটে পিকআপ ভ্যানের ধাক্কায় ফারুক (১০) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাঙ্গলকোটের তুগুরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তুগুরিয়া ভূঁইয়া বাড়ির প্রতিবন্ধী রেজাউল হকের ছোট ছেলে ফারুক স্থানীয় একটি মাদ্রাসার পড়াশোনা করে।
প্রতিদিনের মতো পড়াশোনা শেষে সড়কের উপর দিয়ে বাড়ি যাওয়ার পথে ফিটনেসবিহীন একটি পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করে। স্থানীয়রা পিকআপ ভ্যানটি আটকের চেষ্টা করলেও দ্রুতগতিতে ঘটনাস্থল ত্যাগ করে।