রিপোর্টার:আব্দুল্লাহ আল সাকিব
পাহাড়ি জনপদ নাইক্ষ্যংছড়ি নামে একটি বই প্রকাশিত হয়েছে। পশ্চাৎপদ পাহাড়ি জনপদের উন্নয়ন উপাখ্যান শিরোনামের এই বইটি লিখেছেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের ১৯৮৫-১৯৯৫ সালের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল। বইটি প্রকাশের পরপরই নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রোমেন শর্মা, হাজী এম.এ. কালাম
সরকারি কলেজের অধ্যক্ষ, ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে বইটির কপি তুলে দেন লেখক নিজেই।
৩০০ পৃষ্ঠার এ বইটিতে নাইক্ষ্যংছড়ির প্রতিষ্ঠাকালীন সময় থেকে বর্তমান চিত্র তুলে ধরা হয়েছে। রয়েছে ১৮৬০ সাল থেকে বিট্রিশ শাসন, নাইক্ষ্যংছড়ির সীমান্ত ভাগের ইতিহাস।