নলডাঙ্গা থানার অভিযানে ৬ জুয়াড়ি আটক

আইন-অপরাধ আরো রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

নাটোর সংবাদদাতাঃ
নাটোরের নলডাঙ্গা থানার অভিযানে ০৬( ছয়) জন জুয়াড়ি আটক, জুয়া খেলার উপকরণ, নৌকা এবং নগদ, ৯০৫০/=( নয় হাজার পঞ্চাশ) টাকা জব্দ, মামলা দায়ের এবং বিজ্ঞ আদালতে সোপর্দ।

নলডাঙ্গা থানার জুয়া বিরোধী অভিযানে, (০৪ জুলাই) সোমবার সন্ধ্যায় নলডাঙ্গা থানাধীন পূর্ব মাধনগর আরিন্দাপাড়া এলাকার হালতি বিলগামী রাস্তার উত্তর পার্শ্বে, বিলের পানিতে হতে আল আমিন(২০) পিতা মোঃ শহিদুল, সাং ব্রহ্মপুর ( প্রামানিকপাড়া) থানা নলডাঙ্গা জেলা নাটোর এর ভাসমান নৌকার উপর কালো রঙের পলিথিন বিছিয়ে বসে টাকা দিয়ে তাস খেলার সময়, জুয়ারি (০১) কাফি মন্ডল(২০) পিতা মৃত সৈয়দ আলী মন্ডল সাং পশ্চিম মাধনগর ( বাজে হালতি) (০২) এরশাদ আলী(৬৫), পিতা মৃত আজিজার রহমান, সাং জোয়ানপুর, (০৩)জামাল মোল্লা(৪২), পিতা মৃত ময়েজ উদ্দীন মোল্লা, সাং পূর্ব মাধনগর, (০৪)আতাউর মন্ডল(৩২) পিতা মোঃ ইয়াকুব মন্ডল সাং ভট্টপাড়া(০৫)নিজাম উদ্দীন(৩৭) পিতা মৃত নবির উদ্দীন, সাং পূর্ব মাধনগর মৃধাপাড়া (০৬)মুকুল হোসেন আরিন্দা(৩২) পিতা মোঃ আয়েন উদ্দীন আরিন্দা সাং পূর্ব মাধনগর, সর্ব থানা নলডাঙ্গা, জেলা নাটোরগনকে আটক করে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে অদ্য ০৫/০৭/২০২২ তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান ভবিষ্যতেও এমন অভিযান চলমান থাকবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.