নলডাঙ্গায় ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন

কৃষি বিনোদন রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মোঃ আল-আমিন ইসলাম, নাটোর থেকেঃ নাটোরের নলডাঙ্গায় আধুনিক প্রযুক্তি সম্পসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ও নলডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করেন নাটোর-নলডাঙ্গার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল

রবিবার (১৫ মে) সকাল ১১ টায় নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন তিনি। এসময় তিনি বলেন কৃষিতে প্রযুক্তির ব্যবহারের ফলে আজ বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ কিশোয়ারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা ফৌজিয়া ফেরদৌস,উপজেলা ভূমি কর্মকর্তা সুমা খাতুন,নলডাঙ্গা উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর সহ প্রমূখ।
পরে স্থানীয় ছাত্র-ছাত্রী ও আশ্রয়ন প্রকল্পের জনসাধারণের মাঝে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে বিনামূল্যে বিভিন্ন ফলের চারা বিতরন করা হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.