মুঃ মুস্তাকিম হুসাইন, বিশেষ প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের দুর্গম চরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে টেঁটা ছোড়াছুড়ি এবং গোলাগুলি শুরু হলে ২০/২৫ জন টেঁটাবিদ্ধ হয় এবং ২/৩ জন গুলিবিদ্ধ হয়। ফলে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। নরসিংদী জেলার রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার ( এএসপি) সত্যজিত কুমার ঘোষ গনমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন। নিহতরা হলেন নরসিংদি জেলার রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের বাঁশগাড়ী গ্রামের দুলাল মিয়া (৪৫), সালাউদ্দিন (৪১) ও জাহাঙ্গীর মিয়া (২৬)। এই রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহগুলো রায়পুরা থানায় রাখা ছিল। উল্লেখ্য যে, বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আশরাফুল হক সরকার এবং দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে মোবাইল ফোন প্রতীকে লড়ছেন আওয়ামী লীগ নেতা জাকির হোসেন। দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে কয়েক দিন ধরেই উত্তেজনা চলছিল এবং গত বুধবার রাতে ও ধাওয়া-পাল্টা ধাওয়া হওয়ার ঘটনা ঘটেছিল।