জাবেদ তালুকদার, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকেঃ নবীগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, হবিগঞ্জ। গ্রেফতারকৃতরা হল- ১নং বড় ভাকৈর(পঃ) ইউনিয়নের সোনাপুর গ্রামের মতিলাল দাশের স্ত্রী পূনির্মা রানীদাশ (৪৫) এবং নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুর গ্রামের জজ মিয়ার স্ত্রীখাদিজা বেগম (৩৭)। গত ২২ ফেব্রæয়ারী বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টাপর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত ২ মাদক ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখমহিউদ্দিন ও সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাশের নেতৃত্বে এঅভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় দন্ডপ্রাপ্তপুর্নিমা রানী দাসের গোয়ালঘরে মাটির নিচের গর্ত থেকে প্রায় ৩কেজি গাজা উদ্ধার করা হয় যা তিনি বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করেছিলেনবলে মোবাইল কোর্টে স্বীকার করেন এবং খাদিজা বেগমের কাছ থেকে ৫০গ্রাম গাজা উদ্ধার করা হয়। পরে জব্দকৃত গাজা ধ্বংস করা হয়। উদ্ধারকৃতগাজার মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা বলে জানিয়েছে মাদকদ্রব্যনিয়ন্ত্রণ অধিদপ্তর।