জাবেদ তালুকদার, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকঃ
রাতভর সাড়াশি অভিযান চালিয়ে ৫ শীর্ষ ডাকাতসহ ৮ আসামীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। (বুধবার) ২৬ জানুয়ারী রাত সাড়ে ১১ টার দিকে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বালিধারা বাজারস্থ ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পাশ থেকে ডাকাতির সরঞ্জামাদী ও একটি পিক আপসহ ৫ ডাকাতকে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল- সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর থানার মোঃ নইমুল্লাহ হোসেনের পুত্র মোঃ মতিবুর রহমান (২৫), সিলেট জেলার গোয়াইনঘাট থানার জয়নাল আবেদীন মিয়ার পুত্র মোঃ রিপন হোসেন (২৬), ব্রাক্ষনবাড়িয়া জেলার নবীনগর থানার আঃ খালেক এর পুত্র সাহাব উদ্দিন (২৬), মৌলভীবাজার জেলার রাজনগর থানার মোস্তফা মিয়ার পুত্র আহাদ মিয়া (৪২) ও নবীগঞ্জ থানার রুস্তুমপুর এলাকার জমশেদ মিয়ার পুত্র কামরুল হাসান (২৬)।
জানা যায়, উল্লেখিত সময়ে গ্রেফতারকৃত ৫ ডাকাতসহ ১০-১২ জনের একটি ডাকাতদল নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বালিদ্বারা বাজারস্থ ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পার্শ্বে সমবেত হয়ে ডাকাতির প্রস্ততি ও পরিকল্পনা করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কমকর্তা) মোঃ ডালিম আহমেদর নির্দেশনায় ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে উল্লিখিত স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি এইচ পিকআপ গাড়ী (সিলেট মেট্রোঃ-ন-১১-১৮১৩), ১টি তালা কাটার যন্ত্র, ২টি লোহার রোড, ১টি লোহার সাবল, ১টি স্টিলের চাকু ও সাদা রংয়ের রশি উদ্ধার করা হয়।
এছাড়াও বুধবার রাতব্যাপী অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা সহ নবীগঞ্জ থানার এনাতাবাদ এলাকার আলীম উল্লার পুত্র মোঃ আব্দুল তাহিদ মিয়া (৫৬) ও সি আর মামলার পরোয়ানাভুক্ত আসামী মান্দার কান্দি এলাকার সুন্দর মিয়ার পুত্র রুয়েল মিয়া (৩০) সহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৭ জানুয়ারী (বৃহস্পতিবার) তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ বলেন, নবীগঞ্জের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে থানা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রতিনিয়তই আমরা বিভিন্ন মামলার আসামী গ্রেফতার করতে অভিযান চালাচ্ছি।