ডাকাত সদস্যদের তালিকা সম্বলিত খাতা উদ্ধার
জাবেদ তালুকদার, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে : ডাকাতির প্রস্ততিকালে আন্তঃজেলার ৫ শীর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গত ০৯ নভেম্বর (মঙ্গলবার) রাত ৩ টার দিকে নবীগঞ্জ পৌর শহরতলীর ছালামতপুর এলাকা থেকে ডাকাতীর সরঞ্জামাদী ও ডাকাত সদস্যদের তালিকা সম্বলিত একটি খাতাসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়- ০৮ নভেম্বর (সোমবার) দিবাগত রাত অর্থাৎ মঙ্গলবার রাত ৩ টার দিকে নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুর এলাকায় ৫ সদস্যের একটি ডাকাতদল ডাকাতির প্রস্ততি করছে মর্মে গোপন সূত্রে খবর আসলে, নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমদের তত্বাবধায়নে ও ওসি (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে ওসি (অপারেশন) আব্দুল কাইয়ুম, এসআই অমিতাভ দাশ তালুকদার সহ একদল পুলিশ পৌর শহরতরীর ছালামতপুর এলাকায় অভিযান চালায়। এসময় ডাকাতির প্রস্ততিরত আন্তঃজেলা শীর্ষ ৫ ডাকাত বাহুবল থানার আব্দাফৌজরা এলাকার আঃ রেজাকের পুত্র আঃ মতিন (৩৯), কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার জহুরুল হকের পুত্র হুমায়ুন কবির (২৭), লাকশাম থানার মৃত চান্দ মিয়ার পুত্র মোঃ বিলাল মিয়া (৪৭), মৌলভিবাজার জেলার করিমপুর থানার মনু মিয়ার পুত্র মুন্না মিয়া (২৫), কমলগঞ্জ থানার মৃত মর্তৃুজ আলীর পুত্র কালা বাবুল (৪৪) কে দা, চাকু, সাবল, লোহার রড ও ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদীসহসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতদলের কাছ থেকে ১টি লোহার সাবল, ১টি রড, ১টি পলেষ্টারের ব্যাগ, উক্ত ব্যাগে অনেক ডাকাতের তালিকা সম্বলিত টালী খাতা, ১টি কোমরে ঝুলানোর ব্যাগ, ১টি হাফ প্যান্ট, ১টি স্টিলের টিপ চাকু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমদ বলেন, তাদেরকে ডাকাতির প্রস্ততিকালে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে, তারা আন্তঃজেলা ডাকাতদলের শীর্ষ ডাকাত, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নবীগঞ্জ থানায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।