নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় অর্থদন্ড

আইন-অপরাধ আরো পরিবেশ সারাদেশ সিলেট
শেয়ার করুন...

জাবেদ তালুকদার, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে : নবীগঞ্জ পৌর এলাকার গন্ধায় ফসলি জমি হতে অবৈধভাবে মাটি কর্তন করায় মোঃ ওয়াছের মিয়া (৫৫) নামে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার নবীগঞ্জ পৌর এলাকার গন্ধা গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। জানা যায়- নবীগঞ্জ পৌর এলাকার গন্ধা গ্রামে বিনা অনুমতিতে অবৈধভাবে মোঃ ওয়াছের মিয়া এস্কেভেটর দিয়ে সরকারি জমি থেকে মাটি কাটছিল। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। এসময় অবৈধভাবে মাটি কর্তনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লংগনের দায়ে উক্ত আইনের ১৫ (১) ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে বিনা অনুমতিতে অবৈধভাবে এস্কেভেটর দিয়ে সরকারি জমি থেকে মাটি কাটার অপরাধে মোঃ ওয়াছের মিয়া (৫৫) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.