হাফিজুর রহমান জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুর জেলা গোয়েন্দা শাখা-১ (ডিবি) এর সকল অফিসার ও ফোর্সদের মনোবল বৃদ্ধি ও কর্মক্ষেত্রে উৎসাহ প্রদান ও কাজের গতিকে তরান্বিত করার জন্য নবাগত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-(সেবা) মতবিনিময় করেন।
পরবর্তীতে পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জামালপুরের গোয়েন্দা তথ্য সংগ্রহ বৃদ্ধির লক্ষ্যে উপস্থিত অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এছাড়া অগ্রীম গোয়েন্দা তথ্যের ভিক্তিতে অবৈধ অন্ত্র, গোলাবারুদ, মাদক উদ্ধার ও মামলা রুজু সহ বিভিন্ন সন্ত্রাসী গ্রুপদের বিরুদ্ধে অভিযান পরিচালানা করে জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে পেশাদারিত্বের সাথে কাজ করার আহবান জানান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আনোয়ার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত); অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ সোহেল মাহমুদ পিপিএম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ডিবিতে কর্মরত অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।