নক্ষত্রের জন্ম হয় কীভাবে? যা দেখাল টেলিস্কোপ

আরো সৌরজগত
শেয়ার করুন...

ধরুন, টাইম মেশিনে চড়ে আজ থেকে ৪৬০ কোটি বছর আগে চলে গেলেন। কী দেখতে পাবেন? প্রতিদিন পৃথিবীকে আলো দিয়ে যাওয়া, শক্তি সরবরাহ করা সূর্যের জন্মের সময়টা দেখা যাবে তখন। কিন্তু যেহেতু টাইম মেশিনই আবিষ্কার করা যায়নি, এই কল্পনা আপাতত বাস্তবে রূপ পাচ্ছে না।

তবে জন্মের সময় সূর্য দেখতে ঠিক কেমন ছিল, অর্থাৎ সূর্যের বাচ্চাকালের অবয়ব দেখতে হলে আপাতত টাইম মেশিনে না চড়লেও চলবে। সূর্যের মতো নক্ষত্রদের জন্মের সময়টা বিশ্ববাসীর সামনে এনে হাজির করল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও ইউরোপীয় মহাকাশ সংস্থা ইএসএর পাঠানো জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, জায়গাটা পৃথিবী থেকে ১ হাজার ৩০০ আলোকবর্ষ দূরে। নাম ‘এইচএইচ২১২’। মহাকাশের এই ধোয়া ও ধুলায় ঘেরা জায়গাটির কেন্দ্র থেকে সদ্য জন্ম নিয়েছে একটি নক্ষত্র। এর পর ছুট দিয়েছে এটি। সেই ছবিই সামনে এনেছে জেমস ওয়েব।

নাসা ও ইএসএর গবেষকেরা বলছেন, এই নক্ষত্রের বয়স এখন ৫০ হাজার বছরের বেশি হবে না। জন্মের সময় সূর্য দেখতে যেমন ছিল, প্রায় একই রকম দেখা গেছে নক্ষত্রটিকে।

ছবিতে এর জ্যোতি ও অবয়ব ঠিকঠাক দেখা যাচ্ছে না। এর কারণ চারপাশের মহাজাগতিক বিভিন্ন বস্তু। শুধু গোলাপী–লাল একটি ছোট্ট বস্তুর উপস্থিতি মিলবে।

নক্ষত্র বা তারার এই অবস্থাকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন ‘প্রোটোস্টার’।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.