হারুনুর রশিদ শেরপুর সংবাদদাতাঃ
“আলোকিত পথের সন্ধানে” এ শ্লোগানকে সামনে রেখেশেরপুরের নকলা উপজেলায় নকলা পাঠাগার নামে একটিবেসরকারী পাঠাগারের উদ্ভোধন করা হয়েছে।শনিবার বিকেলে নকলা উপজেলা পরিষদ হলরুমে এ পাঠাগারউদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথিছিলেন কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওনজরুল গবেষক ড. সৌমিত্র শেখর।পাঠাগার পরিচালনা পরিষদের সদস্য এফ এম কামরুল আলমরঞ্জুর সভাপতিত্বে অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেননকলা উপজেলার চেয়ারময়ান শাহ মো. বোরহান উদ্দিন,সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামহিরু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতিআম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধাশপিকুল ইসলাম জিন্নাহ, নকলা পৌর মেয়র হাফিজুররহমান লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান সায়োয়ার আলমতালুকদার প্রমূখ।পরে অতিথিরা পাঠাগারের গেইটে ফিতা কেটে উদ্বোধনকরা হয়। পাঠাগারে প্রাথমিকভাবে প্রায় ৪ হাজার বইনিয়ে যাত্রা শুরু করা হয়। পাঠাগারে বসে বই পড়া, বইবাড়িতে নিয়ে পড়া, কম্পিউটার প্রশিক্ষণ ও নিজেরপ্রয়োজনে কম্পিউটার চালানোর সুযোগ রয়েছে বলেজানান আয়োজকরা।