নকলায় জমিসহ গৃহ হস্তান্তর উপলক্ষে প্রেসব্রিফিং

আরো পরিবেশ ময়মনসিংহ সারাদেশ
শেয়ার করুন...

শেরপুর সংবাদদাতাঃ শেরপুরের নকলায় ৩য় পর্যায়ের দ্বিতীয় ধাপে উপকারভোগীদের কাছে গৃহ ও জমি হস্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ জুলাই)দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহম্মেদ। এসময় ইউএনও বুলবুল আহম্মেদ বলেন, আগামী ২১ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে একযোগে ঘর হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করবেন। নকলায় ৩য় পর্যায়ের দ্বিতীয় ধাপে উপকারভোগীদের মাঝে ২৯টি ভূমিহীনও গৃহহীন পরিবার জমি ও ঘর পাচ্ছে। ঘরগুলো নির্মাণ কাজের গুণগত মান ঠিক রাখতে সর্বদা তদারকি করা হচ্ছে। ইতোপূর্বে ১ম, ২য় ও ৩য় পর্যায়ে নকলায় ১৩০টি পরিবার ঘর ও জমি পেয়েছে। প্রেস ব্র্রিফিংয়ে উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, পল্লী বিদ্যুতের এজিএম মো. মতিউর রহমানসহ উপজেলায় কর্মরত গণমাধমকর্মীরা উপস্থিত ছিলেন।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.