নওগাঁ সংবাদদাতাঃ
নওগাঁয় সাপ্তাহিক পত্রিকা প্রজন্মের আলোর আয়োজনে ‘প্রজন্মের মেলা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নওগাঁ আস্তান মোল্লা কলেজ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাপ্তাহিক প্রজন্মের আলো পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, নওগাঁ আস্তান মোল্লা কলেজের সহকারি অধ্যাপক এসএম মোস্তক আহাম্মেদ, আড্ডায় কপির স্বত্বাধিকারি তসলিমা ফেরদৌস, ইঞ্জিনিয়ার শহিদ শাহ জামান,সহকারি শিক্ষক আফরোজা রুমা,তরুণ উদ্যোক্তা সাদেকুর রহমান বাঁধন প্রমুখ।
এসময় ইব্রাহিম খলিলুল্লাহ, ইউসুফ আরাফাত, রাব্বি দেওয়ান, সঞ্জয় কুমার রবিদাস, জাহিদ হাসান, নাজমুল হক, হাবিব হোসেন, কাবিল হোসেন, দেলোয়ার হোসেন সাইদি, মমিন রাফি, সিহাব উদ্দিন, মহান হোসেন,রিদোয়ানুল হক, মাসুদ রানা,ফাহিম হাসান রিমন, রাবেয়া বাসরী, রাফিয়া ইয়াসমিন, সুরাইয়া সুলতানা মেধা,লিজা আক্তার, ময়না রানি, রুমি বানু সোহাগী আক্তার, নূপুর বানু,ইউসাজিন নূরাইন রুচি, মাহফুজ নূরে জান্নাত সূচি,শারমিন আক্তার, আখিঁ মনি প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় প্রজন্মের মেলার নওগাঁ সদর উপজেলা, নওগাঁ পৌরসভা, আস্তান মোল্লা কলেজ, নওগাঁ সরকারি কলেজ, বিএমসি মহিলা কলেজসহ বিভিন্ন উপজেলা ও গুরুত্বপূর্ণ স্থানে কমিটি গঠনের প্রস্তুতির বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।