নওগাঁয় অস্ত্রসহ ১৬ মামলার আসামি আটক

আইন-অপরাধ আরো রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

নওগাঁ সংবাদদাতাঃ
নওগাঁর মহাদেবপুরে ডাকাতি, হত্যাসহ ১৬ মামলার পলাতক আসামি আতাউর রহমানকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

শনিবার (২০ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার চেরাগপুর ইউনিয়নের আজিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আতাউর আজিপুর এলাকার বাসিন্দা।

গতকাল রবিবার (২১ আগস্ট) সকাল ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‍্যাব-৫ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে আজিপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আতাউর রহমানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২টি ওয়ান শুটারগান ও ১টি গুলি উদ্ধার করা হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আতাউরের বিরুদ্ধে জেলার মহাদেবপুর, পত্নীতলা, ধামইরহাট, বদলগাছী ও নওগাঁ সদর থানায় ৫টি ডাকাতি, ১টি হত্যা মামলাসহ মাদক, চুরি ও ছিনতাইসহ ১৬টি মামলা রয়েছে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আতাউর অস্ত্রের মুখে ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন স্থানে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধের বিষয়টি স্বীকার করে। এতে আরও বলা হয়, আসামি এলাকায় অপরাধ করার পর ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আত্নগোপনে চলে যেত। আবার কিছুদিন পর এলাকায় ফিরে একই ধরনের অপরাধে লিপ্ত হত। তার বিরুদ্ধে মহাদেবপুর থানায় অস্ত্র আইনে মামলার হয়েছে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, আটকের বিষয়টি শুনেছি। তবে এখনো তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। হস্তান্তরের পরে আস্ত্র আইনে মামলা রুজু করে গতকাল রবিবার নওগাঁ জেল হাজতে প্রেরন করা হয়েছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.