নওগাঁ সংবাদদাতাঃ
নওগাঁর পোরশা উপজেলায় বিষধর সাপের কামড়ে কামাল হোসেন(৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। কৃষক কামাল হোসেন উপজেলার গানইর গ্রামের মনছুর আলীর ছেলে। আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, কামাল হোসেন তার ধানের জমিতে পোকামাকড়ের উপদ্রব কমাতে শুক্রবার সকালে কীটনাশক স্প্রে করার জন্য জমিতে যান। এসময় জমির আইলে থাকা একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়।
স্থানীয় ওঝা দিয়ে ঝাড়ফুঁক করার পরও তার কোন উন্নতি না হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় গতকাল শনিবার ভোরে তার মৃত্যু হয়।